বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের-কীর্তি বর্ধন সিং

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং

বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

আজ বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা উল্লেখ করেন তিনি।

রাজ্যসভার সদস্য এ ডি সিং পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের ঘটনা বাড়ছে কি না। যদি তাই হয়, তবে বাংলাদেশ সরকারের কাছে বিষয়গুলো ভারত সরকার তুলে ধরছে কি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কী?

লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের বেশ কয়েকটি ঘটনার কথা জানা গেছে। ২০২৪ সালে দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।’

‘ভারত সরকার এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের প্রতিও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে,’ বলেন তিনি।

কীর্তি বর্ধন সিং আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মুন্সিরহাটে আগুনে পুড়েগেছে ১২ ব্যবসা প্রতিষ্ঠান

বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের-কীর্তি বর্ধন সিং

আপডেট: ০৬:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

আজ বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা উল্লেখ করেন তিনি।

রাজ্যসভার সদস্য এ ডি সিং পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের ঘটনা বাড়ছে কি না। যদি তাই হয়, তবে বাংলাদেশ সরকারের কাছে বিষয়গুলো ভারত সরকার তুলে ধরছে কি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কী?

লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের বেশ কয়েকটি ঘটনার কথা জানা গেছে। ২০২৪ সালে দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।’

‘ভারত সরকার এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের প্রতিও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে,’ বলেন তিনি।

কীর্তি বর্ধন সিং আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’