• ঢাকা
  • শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০১৯

এবার ডেঙ্গুজ্বরে তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

এবার ডেঙ্গুজ্বরে তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মশাবাহিত এই রোগে প্রতিদিনই মারা যাচ্ছে অনেকে মানুষ। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান নামে অর্থনীতির স্নাতকোত্তরের এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে।

ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী সাংবাদিকদের বলেন, প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে মেহেদীর মৃত্যু হয়।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল।

মেহেদির পরিবার জানায়, প্রচণ্ড জ্বর নিয়ে সপ্তাহখানেক আগে মেহেদী বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।এ সময় অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!