হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট: ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ০ Views

পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষে হাজীগঞ্জ থানায় পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে বুধবার (১৬ এপ্রিল) বিকালে থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার উপস্থাপনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাড়া-মহল্লার সমস্যা, সামাজিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মতামত তুলে বক্তব্য রাখেন।

বক্তব্যে পুলিশের সেবামূলক কার্যক্রম, কিশোর গ্যাং, চুরি, জননিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে। এসময় সকলের সার্বিক সহযোগিতায় সকল অপরাধ নির্মূল ও প্রতিরোধের কথা উল্লেখ করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ স্থাপনের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম ওপেন হাউজ ডে। বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব। আমরা চাই, জনগণ ও পুলিশের অংশগ্রহণে এবং সবাই মিলে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

হাজীগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট: ১০:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক মতবিনিময়ের লক্ষে হাজীগঞ্জ থানায় পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে বুধবার (১৬ এপ্রিল) বিকালে থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মার উপস্থাপনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’তে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পাড়া-মহল্লার সমস্যা, সামাজিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মতামত তুলে বক্তব্য রাখেন।

বক্তব্যে পুলিশের সেবামূলক কার্যক্রম, কিশোর গ্যাং, চুরি, জননিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে। এসময় সকলের সার্বিক সহযোগিতায় সকল অপরাধ নির্মূল ও প্রতিরোধের কথা উল্লেখ করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ স্থাপনের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম ওপেন হাউজ ডে। বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব। আমরা চাই, জনগণ ও পুলিশের অংশগ্রহণে এবং সবাই মিলে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।