বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছিলেন মহীয়সী নারী-জেলা প্রশাসক ও কামরুল হাসান

  • আপডেট: ০৯:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • ৪৪

চাঁদপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও কামরুল হাসান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন মহীয়সী নারী। তিনি সব সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল কাজেই সহযোগিতা করতেন। স্বাধীনতা যুদ্ধে এ মহীয়সী নারীর সাফল্য ছিলেন অনন্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী দুলাল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মাসুদা নূর খান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট সাহিত্যক পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে ৯ জন দরিদ্র মহিলার আত্মকর্মসংস্থান নিশ্চিতকল্পে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ৯ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছিলেন মহীয়সী নারী-জেলা প্রশাসক ও কামরুল হাসান

আপডেট: ০৯:৩৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

চাঁদপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও কামরুল হাসান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন মহীয়সী নারী। তিনি সব সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সকল কাজেই সহযোগিতা করতেন। স্বাধীনতা যুদ্ধে এ মহীয়সী নারীর সাফল্য ছিলেন অনন্য।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী দুলাল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মাসুদা নূর খান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট সাহিত্যক পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে ৯ জন দরিদ্র মহিলার আত্মকর্মসংস্থান নিশ্চিতকল্পে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ৯ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।