• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৩
সর্বশেষ আপডেট : ৫ আগস্ট, ২০২৩

মেঘনায় পড়ে নিখোঁজ লঞ্চযাত্রীকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মেঘনায় পড়ে নিখোঁজ লঞ্চযাত্রীকে জীবিত উদ্ধার
ছবি-নতুনেরকথা।

 ‘এমভি বন্ধন-৫’ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যাত্রী মো: মূশরীন ইসলামকে (২৫)  জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য গনমাধ্যমকে জানান।

উদ্ধার হওয়া লঞ্চ যাত্রী হৃদয় পটুয়াখালী জেলার বাউফল থানার দাসপাড়া ইউনিয়নের খেঁজুর বাড়ীয়া গ্রামের মো. হারুন আকনের ছেলে।

কমান্ডার আব্দুর রহমান বলেন, শনিবার (৫ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১টার দিকে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাটগামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন-৫’ থেকে মেঘনা নদীতে পড়ে মো: মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়। লঞ্চ কর্তৃপক্ষ তাৎক্ষনিক জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করে। আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নদী থেকে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয় কে জীবিত উদ্ধার করেন।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!