নিজস্ব প্রতিনিধি॥
ফেইসবুকে লাইভে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী প্রদানের ঘটনায় হাজীগঞ্জে এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক মো. শিহাবউদ্দিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। প্রাথমিকভাবে সে ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হবে নিশ্চিত করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার (সেকেন্ড অফিসার) এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসানউল্যাহ জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবারটিই জামায়াতের রাজনীতির সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেইসবুকে বাজে মন্তব্য করে থাকে।