চবির ভর্তিযুদ্ধ শুরু আজ

  • আপডেট: ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • ৩৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৮৩ হাজার ৭৬১ জন। প্রতি আসনে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। ২৭ ও ২৮ অক্টোবর এই দুই দিন নেওয়া হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। প্রথম দিন সকাল ও বিকাল দুই শিফট এবং দ্বিতীয় দিন সকালের শিফটে পরীক্ষা হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে লড়বেন ৪২ হাজার ৬৬৭ জন। আসন প্রতি লড়বেন ৩৫ জন।

এদিকে, ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১১ বার করে যাওয়া-আসা করবে ট্রেনটি। নগরের বটতলী স্টেশন থেকে সকাল ৬টা, ৬টা ৩০, ৭টা ৩০, ৮টা ১৫, ৮টা ৪৫, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা ও ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৪টা এবং রাত ৮টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চবির ভর্তিযুদ্ধ শুরু আজ

আপডেট: ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বুধবার। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ৮৩ হাজার ৭৬১ জন। প্রতি আসনে লড়বেন ৩৭ জন শিক্ষার্থী। ২৭ ও ২৮ অক্টোবর এই দুই দিন নেওয়া হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা। প্রথম দিন সকাল ও বিকাল দুই শিফট এবং দ্বিতীয় দিন সকালের শিফটে পরীক্ষা হবে। এই ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে লড়বেন ৪২ হাজার ৬৬৭ জন। আসন প্রতি লড়বেন ৩৫ জন।

এদিকে, ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের নতুন সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ১১ বার করে যাওয়া-আসা করবে ট্রেনটি। নগরের বটতলী স্টেশন থেকে সকাল ৬টা, ৬টা ৩০, ৭টা ৩০, ৮টা ১৫, ৮টা ৪৫, ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা ও ১২টা ৩০ মিনিট, বিকেল ৩টা, ৪টা এবং রাত ৮টা ৩০ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে।