আপনার সন্তান যার সঙ্গে সংঙ্গ দিবে সে তার মতোই হবে। সে জন্য তাকে ভালোর সঙ্গে বড় করতে হবে। সন্তানকে নরম গরমে শাসন করতে হবে, এতে করে আপনার শিশু সান্তন ভালো মেজাজের ও ভালো পকৃতির সন্তানে রুপান্তরিত হবে। বুধবার সকালে হাজীগঞ্জ আল কাউসার স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সন্তানকে যা চাইবে তাই দিতে হবে তা কিন্তু নয়, তাই শিশুদের অভাব শিখাতে হবে। ডিসিপ্লিন না থাকলে ভালো মেধাও কাজে লাগেনা। নিযমের মধ্যে থাকলে আদর্শ মানুষ হওয়া সম্ভব।
অনুশাসনের মাধ্যমে শিক্ষা দিলে ও প্রতিষ্ঠান থেকে ভালো ছাত্র বের হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষ্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধান।
সহকারি শিক্ষক জয়নাল আবেদীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান এম এ বাশার, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম , হাজীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী, ট্রাস্ট্রের সেক্রটারি এবি এম আবদুর রব, নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ বুলবুল। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বিএম কলিম উল্যাহ, সহকারি প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক পাটোয়ারী, কোরআন তেলাওয়াত করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইনতিশার রশিদ। সবশেষে মেধাবি ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।