কচুয়া প্রতিনিধিঃ
উপজেলা আওয়ামীলীগের সদস্য, ৬নং উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুর রব মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ফয়েজ আহমেদ স্বপন।
শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের অধিবাসী বিশিষ্ট বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুর রব মোল্লা এলাকায় একজন সদালাপি ও সৎ-ন্যায় বিচারক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি শুক্রবার দুপুর ১২.২০ মিনিটে বার্ধক্যজনিত কারনে কুমিল্লা টাওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ব্রেইন স্টোক ৬দিন পূর্বে ওই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তাঁর প্রয়াত বাবা মো. নাছির উদ্দিন মোল্লা এ ইউনিয়নের একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন