কচুয়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামকে বরণ ও সদ্য বিদায়ী এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া থানায় এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়। কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হকের সভাপতিত্বে ও এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়ার সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী ওসি এম আব্দুল হালিম,নবাগত ওসি আজিজুল ইসলাম। সদ্য বিদায়ী ওসি এম.আব্দুল হালিম স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, কচুয়ার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।
নবাগত ওসি আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি কচুয়া উপজেলার মানুষের সেবা করতে এসেছি। আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, যে কোন সেবা প্রার্থীদেরকে সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। আলোচনা শেষে থানার কর্মরত অফিসার ও সদস্য সহ অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম। কচুয়া থানার পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবাগত ওসি আজিজুল ইসলাম।