কচুয়া প্রতিনিধি:
কচুয়ায় রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার কাদলা ইউনিয়নের চকমোহাম্মদপুর সংলগ্ন ভাড়াটিয়া বাসায় শনিবার বেলা আড়াইটায় আত্মহত্যার ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, রোজিনা আক্তারের স্বামী মামুন একজন রিক্সা চালক। তাদের এক ছেলে ও এক মেয়ে।
এলাকাবাসী জানায়, রোজিনার স্বামী মামুন কোয়া চাঁদপুর গ্রামের জনৈক এক ব্যক্তির পালক সন্তান। অভাব-অনটনের মধ্য দিয়ে মামুন বড় হয়। প্রাপ্ত বয়স্ক অবস্থায় মামুন মনপুরা গ্রামে বিয়ে করে। বিয়ের পর সে তার শশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করে। ২/৩ মাস পূর্বে স্বামী মামুন তার শশুর বাড়ি থেকে চলে এসে চকমোহাম্মদপুরের একটি ভাড়া করা বাসায় তার স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস শুরু করে। এরই মাঝে অভাব-অনটনের সংসারে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের ঘরে দু’টি সন্তানের জন্ম নেয়। স্বল্প আয়ের মধ্যেই চলছে রোজিনা ও মামুনের সংসার। আজ সকাল বেলা সংসারের বাজার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মামুন ঝগড়া করেই ঘর থেকে রিক্সা নিয়ে বের হয়ে যায়। বেলা আড়াইটার দিকে ঘরে এসে দেখে ঘরের লড়ার সাথে কাপড় বেঁধে গলায় ফাঁস দিয়ে তার স্ত্রী ঝুলে আছে। তার ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত রোজিনার লাশ মাটিতে শুইয়ে দেয়।
কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রোজিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চালাচ্ছে। স্বামী মামুন আটক।