কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ড ভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও উপড়ে গেছে বহু গাছপালা।
আজ (বুধবার) সকালে ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার বাচাইয়া,দোয়াটি ও দহুলিয়া গ্রামে বেশ কিছু বসতঘর ও পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের তান্ডবে ভেঙে গেছে বয়েকটি দোকান । তবে ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও খোলা আকাশের নিচে রয়েছেন অনেক পরিবার।
এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান তাদের বহু ক্ষয় ক্ষতি হয়েছে। তারা সবাই বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে বসতঘর নির্মান করেছেন। হঠাৎ এই ঘুর্ণিঝড় এসে বসতঘরের উপর পরে ভেঙ্গে যায়, বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামাল অনেক ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যপারে ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ক্ষয় ক্ষতির তালিকা তৈরি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে তালিকা পেলে প্রয়োজনীয় সাহায্য সহায়তা করা হবে।