• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ২৪ মে, ২০২০

কচুয়ায় টিসিবির পণ্য পাচার কালে আটক-২

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কচুয়া : চাঁদপুরের কচুয়ায় টিসিবি’র পণ্য পাচার কালে পণ্যসহ ডিলার ও সিএনজি চালককে হাতেনাতে আটক করা হয়েছে ।

শুক্রবার রাতে টিসিবি’র স্থানীয় ডিলার মাঝিগাছা বাজারের মো: মনির হোসেন ১০ কার্টুন (২শ) কেজি সয়াবিন তৈল পাশ্ববর্তী চান্দিনা উপজেলার চান্দিনার কালিয়াচর বাজারে বিক্রির চেষ্টা কালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন বিতারা বাজারে তাদের আটক করে ।

পরে খবর পেয়ে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ শুক্রবার রাতে বিতারা বাজার থেকে আটককৃত টিসিবি’র পন্যসহ ডিলার ও চালককে উদ্ধার করে কচুয়া থানা পুলিশে সোর্পদ করে। সিএনজি চালক নুরুল ইসলাম (২৫) চান্দিনা উপজেলার পরচাঙ্গা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্যাহ (অলি) জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে থানায় মামলা হয়েছে এবং তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!