ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া :
চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান, শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জি.এম আতিকুর রহমানের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার কচুয়া উপজেলার রাগদৈল দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে মহামারী করোনায় কর্মহীন ও হতদরিদ্র ১নং সাচার ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জি.এম আতিকুর রহমানের বাবা বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আব্দুল করিম,সমাজসেবক মোশাররফ হোসেন ফরাজী মহসিন,আলাউদ্দিন মুন্সী, ইউপি সদস্য ফরহাদ হোসেন মোল্লা,আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ভূঁইয়া,ডা: রনজিৎ সরকার ও ছাত্রলীগ নেতা মোশারফ ফরাজী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুঠোফোন জি.এম আতিকুর রহমান বলেন, মহামারী করোনার কারনে বর্তমানে ঢাকায় অবস্থান করলেও সর্বদা এলাকাবাসীর পাশে ছিলাম ও থাকব। যে কোনো সমস্যায় আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে। সকলে দূরত্ব বজায় রেখে যার যার ঘরে অবস্থান করুন। কেউ খাদ্য সংকটে থাকলে আমাকে জানাবেন। চেষ্টা করব আপনাদের পাশে থেকেই সহযোগিতা করার।