ওমর ফারুক সাইম॥
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উৎসাহে চাঁদপুরের কচুয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে গৃহবন্ধী কর্মহীনদের মাঝে নগদ অর্থ উপহার প্রদান করেছেন আবুল কালাম আজাদ।
রবিবার (১০ মে) দুপুরে কচুয়া পৌরসভার মাসিমপুর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইসের সংক্রমণ মোকাবিলায় কর্মহীন বিভিন্ন শ্রেণির মানুষের হাতে মাঝে নগদ অর্থ প্রদান করেন কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া পৌর প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, পাক্ষিক কচুয়া কন্ঠের প্রকাশক ও সম্পাদক হাবীবউল্লাহ হাবীব, কচুয়া বাজার ব্যবসায়ী মোবারক হোসেন, কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক প্রমূখ।
নগদ অর্থ সহায়তা পাওয়া মাসিমপুর এলাকার এক এক বৃদ্ধ ব্যক্তি বলেন, ‘আমি দিনমজুরের কাজ করতাম। করোনায় কাজ বন্ধ হয়ে গেছে। অনেক দিন অসুবিধার মধ্যে ছিলাম। বিভিন্ন লোক চাল ডাল দিলে তাতে করেই এতদিন চলেছি। কালাম ভাইয়ের দেওয়া টাকা দিয়ে আজ রোজার কিছু বাজার করে বাড়িতে নিয়ে যাবো।’
আবুল কালাম আজাদ বলেন, ‘নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উৎসাহে পৌরসভার ৭ নং ওয়ার্ডে গৃহবন্ধী কর্মহীন ৫০জনের তালিকা করে তাদের মাঝে নগদ অর্থ উপহার দিয়েছি। যাতে এ টাকা দিয়ে তারা প্রয়োজন অনুযায়ী কিছু বাজার করতে পারে। এবং আমি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০জন করে মোট ৯টি ওয়ার্ডে ৪শত৫০জন কর্মহীন অসহায় মানুষদের আমার এ নগদ অর্থ উপহার পৌছে দিব’