ইসমাইল হোসেন বিপ্লব:
চাঁদপুরের কচুয়ায় করোনা ভাইরাস সংকটে অসহায়, দুঃস্থ ও দিনমজুরদের মাঝে সেতারা-লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের ব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজ সেবক মো.শাহাজান খানের সার্বিক সহযোগীতায় সেতারা-লতিফ ফাউন্ডেশনের পক্ষে থেকে পবিত্র মাহে রমজান উলক্ষ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের শংকরপুর ও আইনপুর গ্রামের অসহায়, দুঃস্থ ও দিনমজুর ৩শত পরিবার মাঝে ৫ কেজি চাল, ২কেজি করে আলু, ১কেজি মশারির ডাল,১কেজি সয়াবিন তৈল, ১কেজি পেঁয়াজ, খেজুর ও মুরিসহ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
সেতারা-লতিফ ফাউন্ডেশনের ও বিশিষ্ট সমাজ সেবক মো.শাহাজান খান বলেন, দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন নানান পেশার মানুষ। অসহায় ও কর্মহীন মানুষের অভাব অনটোনের মাঝে দেখা দিয়েছে মধ্যবিত্তদের। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্রমে একটি মানুষের যেন না খেয়ে থাকতে না হয় সেই লক্ষে সরকারের পশাপাশি সাধ্যমত সমাজের উচ্চবিত্তরা অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকা জরুরী। আমাদের এই ফাউন্ডেশন করোনা ভাইরাস প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত সবসময় সেতারা-লতিফ ফাউন্ডেশন সেবা মূলক কাজ অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, আপনারা সবাই জানেন, সারা বিশ্বে এখন ক্রান্তিকাল চলছে। করোনা মহামারী আকার ধারণ করেছে। দয়া করে গরিব-দুঃখী মানুষের মধ্যে যার যা সামর্থ্য আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সহযোগিতাই পারে অসহায় মানুষের মধ্যে একটু হাসি ফুটাতে। সেতারা-লতিফ ফাউন্ডেশন সব সময় এলাকার গরিব অসহায় মানুষকে সেবা দিয়ে আসছে, ভবিষ্যতে ও থাকবে।
আমাদের এলাকার গরিব অসহায় মানুষ যাতে অনাহারে মারা না যায় সেই ব্যাপারে আমাদের
সেতারা-লতিফ ফাউন্ডেশন সব সময় সেবা প্রচেষ্টা চলমান থাকবে। গত কিছু দিন আগে সেতারা-লতিফ ফাউন্ডেশনের পক্ষে থেকে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের শংকরপুর, আইনপুর গ্রামে নিঃস্ব, অসহায় ও সহায় সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু, মাহে রমজান উপলক্ষে ইফতারসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেতারা-লতিফ ফাউন্ডেশন সব সময় সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতে থাকবে।