• ঢাকা
  • বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২৯ মার্চ, ২০২০

ফরিদগঞ্জের অসহায় মানুষের পাশে দাড়ালেন মেয়র মাহফুজুল হক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

প্রবীর চক্রবর্তী:

ফরিদগঞ্জ পৌর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এবার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ালেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মাহফুজুল হক।

গত এক সপ্তাহ ধরে তিনি পৌর শহরের বিভিন্ন সড়কসহ আশপাশের এলাকা মেঘনা পাড় মুক্ত স্কাউট গ্রপের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে পরিচ্ছন্না অভিযান পরিচালনা করেন। এরপর তিনে গত ২৮ মার্চ শনিবার ও ২৯ মার্চ শনিবার পৌর এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে চাল তুলে দেন।

এসময় তিনি বলেন, করোনা ভাইরাস জনিত কারণে আমরা আজ একটি দুর্যোগময় মুর্হূতে রয়েছি। সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এর পাশাপাশি ব্যবসায়ী সংগঠনগুলো করোনা প্রতিরোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ফলে দৈনিক আয়ের উপর নির্ভর করা লোকজন কিছুটা বেকায়দায় পড়েছে।

এই সময়ে সরকার থেকে পাওয়া কিছু সহায়তার সাথে আমি ব্যক্তিগত কিছু সহযোগিতা করার চেষ্টা করছি। আশাকরি দরিদ্র মানুষ একটু হলেও উপকৃত হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!