ফরিদগঞ্জে পিকআপের ধাকায় আহতের চারদিন পর ইমামের মৃত্যু

  • আপডেট: ১০:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ০ Views

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতের পাঁচদিন পর হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলাম (২৮) নামের এক মজিসদের ইমাম মারা গেছেন। রোববার (১২ জানুয়ারী) বিকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চালিয়াপাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া বাজারে একটি দ্রুতগামী পিকআপের (মিনিট্রাক) ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। ওই সময়ে তার স্বজনেরা তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান এবং সেখানেই তিনি চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকালে মৃত্যুবরণ করেন।

এদিকে হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে তাঁর মাগফেরাত কামনা করে অসংখ্য শুভাকাঙ্খীকে সমবেদনা জানাতে দেখা গেছে। তাঁর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা ও সংবাদকর্মী জহিরুল ইসলাম জয়।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

ফরিদগঞ্জে পিকআপের ধাকায় আহতের চারদিন পর ইমামের মৃত্যু

আপডেট: ১০:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতের পাঁচদিন পর হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলাম (২৮) নামের এক মজিসদের ইমাম মারা গেছেন। রোববার (১২ জানুয়ারী) বিকালে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি চালিয়াপাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জানুয়ারী) বিকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া বাজারে একটি দ্রুতগামী পিকআপের (মিনিট্রাক) ধাক্কায় গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরে তার শারিরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়। ওই সময়ে তার স্বজনেরা তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান এবং সেখানেই তিনি চারদিন চিকিৎসাধীন থাকার পর রোববার বিকালে মৃত্যুবরণ করেন।

এদিকে হাফেজ মাওলানা মুহাম্মদ শাহানুর ইসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে তাঁর মাগফেরাত কামনা করে অসংখ্য শুভাকাঙ্খীকে সমবেদনা জানাতে দেখা গেছে। তাঁর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা ও সংবাদকর্মী জহিরুল ইসলাম জয়।