• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০
সর্বশেষ আপডেট : ২৯ মার্চ, ২০২০

নিজেই দূঃস্থদের বাড়ীতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউএনও

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ফরিদগঞ্জ প্রতিনিধি॥

চাঁদপুরের ফরিদগঞ্জ অসহায়, দুঃস্থ, দিনমজুরদের জন্য খাদ্য নিয়ে ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। যেখানে মানুষ জীবন বাঁচাতে পরিবার পরিজন নিয়ে হোম কোয়ারেন্টিনে রয়েছে, সেখানে তিনি পরিবার পরিজনকে রেখে ত্রাণ নিয়ে ছুটছেন মানুষের বাড়ী বাড়ী।

গত কয়েকদিন ধরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে খেটে খাওয়া মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দিচ্ছেন। সর্বশেষ তিনি রোববার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট , গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওড় বাজার, চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের আলোনিয়া বাজার, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজার ও রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া ও সাহেবগঞ্জ এলাকা ঘুরে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।এছাড়া তিনি ব্যক্তিগত ভাবে বেশকিছু লোকজনকে ঔষধ কেনার জন্য অর্থ প্রদান করেন।

এসময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, এআরডিও কাউছার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • ফরিদগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!