নিজস্ব প্রতিনিধি॥
“আসুন বায়ু দূষণ রোধ করি” শ্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টায় দিবসের কর্মসূচির মধ্যে একটি বর্ণাঢ্য র্যালী সার্কিট হাউস সম্মুখ থেকে বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক এ.এইচ. এম রাসেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. শওকত ওসমান।
সাংবাদিক গোলাম কিবরিয় জীবনের সঞ্চালনায় বিশেষ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমূখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক চাঁদপুর সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন ও সাংবাদিক মো. শাওন পাটওয়ারী।
সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৩টি গ্রুপের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।