ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক’ দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, জনশক্তি ও কর্মসংস্থান চাঁদপুর কার্যালয়ের সহকারি পরিচালক ফখরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন- ইন্সটিটিউট অব মেরিন টেকনোলোজি চাঁদপুরের অধ্যক্ষ আকরাম আলী ও ওসি মো. ওয়ালী উল্যাহ অলি, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমুখ। প্রজেক্টর উপস্থাপনা করেন- ইন্সট্রাক্টর এএমএম. মোহাইমিন। এসময় বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন।