ওমর ফারুক সাইম॥
কচুয়া ক্যামিব্রয়ান স্কুলে এস.এস.সি (২০২০) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি (বুধবার) সকালে স্কুলের হলরুমে আলোচনা সভায় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম।
স্কুলের প্রতিষ্ঠাতা ডিরেক্টর ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মো. শহীদউল্লাহ, হাজীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মো. নাজমুল ইসলাম জয়নাল, অভিভাবক আসিফ ইকবাল, বিদায়ী শিক্ষার্থী মো. বোরহান উদ্দীন মিয়াজী, সুবর্ণা রানী, অধ্যায়নরত শিক্ষার্থী গোলাম সারোয়ার, কামরুজ্জামান, রাবেয়া সুলতানা মীম, গোলাম মোর্শেদ মাহী, শামছুন্নাহার লুবনা, মো. তামীম ইকবাল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদার।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুদ্দীন আহমেদ।
এসময় কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, সুধীজন, অভিভাবক, অধ্যায়নরত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।