ওমর ফারুক সাইম॥
বিদ্যালয়ে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা ও মানুষকে ভোট দেয়ায় উদ্বুদ্ধ করণের লক্ষে চাঁদপুরের কচুয়ায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি ) সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬০০জন ভোটারের মধ্যে ৪১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অনুপস্থিত ১৮৯ জন ভোটার।
৮টি পদের বিপরীতে ১৫জন প্রার্থী তুমুল প্রতিদ্বন্দিতা করে। প্রতিদ্বন্দিরা হচ্ছেন, দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব বিন খায়ের, সাজেদুল ইসলাম, ইয়াছিন আরাফাত মাহির, এমদাদুল হক, সানজিদা নাহার নিহা, নবম শ্রেণির ইকরামুল করিম আরাফ, আদিল আনহাফ অনি, জান্নাতুল মাওয়া তাসমিন, অষ্টম শ্রেণির মো. জোনাইদ হোসাইন, সামিয়া আক্তার কনিকা, তাসফিন সাইয়া ফসামিন, সপ্তম শ্রেণির সিয়াম বিন সেলিম, নাভিদুল হাসান, ষষ্ঠ শ্রেণির জেরিন, শামীম ওয়াজেদ।
এদের মধ্যে নির্বাচিতরা হচ্ছেন, দশম শ্রেণির শিক্ষার্থী রাকিব বিন খায়ের, নবম শ্রেণির ইকরামুল করিম আরাফ, আদিল আনহাফ অনি, অষ্টম শ্রেণির মো. জোনাইদ হোসাইন, সপ্তম শ্রেণির সিয়াম বিন সেলিম, নাভিদুল হাসান, ষষ্ঠ শ্রেণির জেরিন, শামীম ওয়াজেদ।
নির্বাচনে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল। প্রধান নির্বাচন কমিশনার বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিন মাহমুদ শৈশব, সহকারী নির্বাচন কমিশনার তারিক মাহতাব রাফি ও প্রিসাইডিং অফিসার মোঃ সাইদুল আলম।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচনের প্রিসাইডিং অফিসার বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কলিম উল্লাহ ভূইয়া, সহকারী শিক্ষক আবুল বাসার, জাকির হোসেন, আউয়াল হোসেন, আবদুল্লাহ আল মামুন, বাসির হোসেন, শিল্পি রানী, এমদাদ উল্লাহসহ, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ফলাফল ঘোষণা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ীদের মাল্য পরিয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
ছবিঃ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ীরা ও শিক্ষকবৃন্দের একাংশ।