কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার সাচারে এক যুবতীকে (২৪) ধর্ষনের অভিযোগে অভিযুক্ত যুবক ছলিম হোসেন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-১১/১১।
থানায় মামলা সুত্রে জানা গেছে, রবিবার বিকালে উপজেলার তেগুরিয়া গ্রামের জনৈক যুবতীকে সাচার (গোপীদিঘীর পাড়) গ্রামের মৃত আব্দুল মুনাফ মিয়ার ছেলে ছলিম হোসেন তাকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাচার বাজারের মা ডিজিটাল স্টুডিওতে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষন করে বলে মামলায় উল্লেখ করেন। পরে তার ডাক চিৎকারে স্টুডিও’র মালিক শ্যামল দাস তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় ওই যুবতী ন্যায় বিচার চেয়ে অভিযুক্ত যুবক ছলিম হোসেনকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা,সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো: আবু হানিফ জানান, ভিকটিম মামলা দায়ের করায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিকে যুবক ছলিম হোসেন ঘটনা পরিকল্পিত দাবি করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।
শিরোনাম:
কচুয়ায় যুবতীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলায় যুবক জেল হাজতে
Tag :
সর্বাধিক পঠিত