কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার হাতিরবন্দ গ্রামে মিয়া বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে। গত বুধবার সকালে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার হাতিরবন্দ গ্রামের বাসিন্দা এমরান হোসেন মিয়াজীর জমির আইলে জালের ভেড়া দেন। ওই জালের বেড়া কে বা কাহারা রাতের অন্ধকারে কেটে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ পূর্বক ভাবে একই বাড়ির রমিজ উদ্দিনের সাথে এমরান হোসেন মিয়াজী পরিবারের সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়।
বাক-বিতন্ডার এক পর্যায়ে এমরান মিয়াজীর ছেলে বহু অপকর্মের হোতা মহিউদ্দিন (১৮) তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে রমিজ উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৩৫) কে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন আমেনা বেগমকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। বর্তমানে আমেনা বেগম আশঙ্কজনক অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত আমেনা বেগমের পরিবারের পক্ষে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।