কচুয়া প্রতিনিধি॥
‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির’ মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, নারী নির্যাতন , বাল্য বিবাহ প্রতিরোধ, কৃষি,শিক্ষা ও আইনী সহায়তার বিষয়ে কচুয়ায় ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কচুয়া উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার সহদেবপুর গ্রামের ইউপি সদস্য নাছিমা বেগমের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ।এ সময় তিনি বলেন বাংলাদেশের অর্ধেক নারী । এতো বিপুল জনগোষ্ঠীকে উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আইনী সহায়তার জন্যে আপনারা ৯৯৯ এ এ কল করে তাৎক্ষনিক সেবা পেতে পারেন।
উপজেলা তথ্য অফিসার শারমিন সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সুমন মিয়া, ইউপি সদস্য মো. হান্নান মিয়া প্রমুখ। এ সময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা সহকারী আফরোজা আক্তার, নাদিয়া সুলতানা সহ শতাধিক নারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।