ওমর ফারুক সাইম, কচুয়া॥
কচুয়া সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক সাইমকে আহবায়ক ও সেইফ লাইফ ব্লাড ডোনেটিং ফাউন্ডেশনের সভাপতি সুজন মিয়াকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সম্মিলিত সামাজিক সংগঠন ফোরামের ছয় মাস মেয়াদী প্রতিষ্ঠাকালীন কমিটি অনুমোদন হয়েছে। ২৬ ডিসেম্বর কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে কচুয়া উপজেলার বেশ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ফোরাম পরিচালনার প্রতিষ্ঠাকালীন একটি আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত সকল সংগঠনের প্রতিনিধিদের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে বন্ধন রক্তদান সংস্থার সভাপতি মোঃ বাহার হোসেন লিটন, নির্ভর রক্তদান সংস্থার সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সোহাগ কে মনোনিত করা হয়।
আহবান রক্তদান সংস্থার সাধারন সম্পাদক মেহেদী হাছান, এলবিডি গ্রুপের সভাপতি আতিকুর রহমান, জীবনের আলোর সভাপতি মোঃ অহিদুর রহমান, জাগ্রত তরুন সমাজকল্যান সংস্থার সভাপতি মোঃ ফাহিমুল ইসলামকে সদস্য করে এ কমিটি অনুমোদন করা হয়।