সমাবর্তনে জামিয়া ছাত্রদের উপর পুলিশি তাণ্ডবের প্রতিবাদ করায় সোনার পদকজয়ী ছাত্র আটক

  • আপডেট: ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • ৩১

অনলাইন ডেস্ক:

ভারতে সদ্য পাশ হওয়া মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় এমএসসি-তে সোনার পদক পাওয়া ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর নাম অনন্ত মিশ্র।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভরত জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে হাতে কালো ব্যান্ড বেঁধে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন অনন্ত। সেই কারণে পুলিশ তাকে আটক করেছে।

২০১৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন অনন্ত মিশ্র। বর্তমানে তিনি গান্ধীনগরে আইআইটি থেকে এম টেক করছেন। নিজের সোনার পদক গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাজ্যপাল কালরাজ মিশ্র, উচ্চশিক্ষা মন্ত্রী বিএস ভাটি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরকে কোঠারির থেকে সোনার পদক নেন তিনি।

পদক পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জামিয়া ও এএমইউ’র ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তিনি ডান হাতে কালো ব্যান্ড বেঁধে সমাবর্তনে এসেছেন। সোনার পদকজয়ী বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করা হয়েছে। এটা অমানবিক ও অসাংবিধানিক। সে জন্য আমি কালো ব্যান্ড বেঁধেছি। এ কথা বলার পরই অনন্তকে আটক করে গান্ধীনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে মুক্তি দেয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অনিল জাশোরিয়া জানিয়েছেন, ‘তার প্রতিবাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই তাকে আটক করা হয়েছিল। তিনি যেহেতু কোনো সমস্যা সৃষ্টি করেননি এবং শান্তিপূর্ণভাবে নিজের ডিগ্রি গ্রহণ করেছেন, তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি’।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সমাবর্তনে জামিয়া ছাত্রদের উপর পুলিশি তাণ্ডবের প্রতিবাদ করায় সোনার পদকজয়ী ছাত্র আটক

আপডেট: ০৯:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

ভারতে সদ্য পাশ হওয়া মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় এমএসসি-তে সোনার পদক পাওয়া ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর নাম অনন্ত মিশ্র।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভরত জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে হাতে কালো ব্যান্ড বেঁধে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন অনন্ত। সেই কারণে পুলিশ তাকে আটক করেছে।

২০১৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন অনন্ত মিশ্র। বর্তমানে তিনি গান্ধীনগরে আইআইটি থেকে এম টেক করছেন। নিজের সোনার পদক গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাজ্যপাল কালরাজ মিশ্র, উচ্চশিক্ষা মন্ত্রী বিএস ভাটি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরকে কোঠারির থেকে সোনার পদক নেন তিনি।

পদক পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জামিয়া ও এএমইউ’র ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তিনি ডান হাতে কালো ব্যান্ড বেঁধে সমাবর্তনে এসেছেন। সোনার পদকজয়ী বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করা হয়েছে। এটা অমানবিক ও অসাংবিধানিক। সে জন্য আমি কালো ব্যান্ড বেঁধেছি। এ কথা বলার পরই অনন্তকে আটক করে গান্ধীনগর থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে মুক্তি দেয় পুলিশ।

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অনিল জাশোরিয়া জানিয়েছেন, ‘তার প্রতিবাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই তাকে আটক করা হয়েছিল। তিনি যেহেতু কোনো সমস্যা সৃষ্টি করেননি এবং শান্তিপূর্ণভাবে নিজের ডিগ্রি গ্রহণ করেছেন, তাই আমরা তাকে ছেড়ে দিয়েছি’।