কচুয়া প্রতিনিধি ॥
‘‘পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি সম্মত খাবার, শিক্ষার বন প্রতিবেশি, আধুনিক বাংলাদেশ’’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়া কৃষি সম্প্রসারন আয়োজনে ফলদ বৃক্ষমেলা সমাপনী অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিস কার্যলয়ে বৃক্ষমেলা অনুষ্ঠান হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিবের সভাপতিত্বে উপ-সহকারী কর্মকর্তা সন্তোস চন্দ্র দেবনাথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ মোঃ জাহঙ্গীর আলম, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, সহকারী কৃষি সম্প্রসারন হাজী এমদাদুল হক, উপ-সহকারী কৃষি সম্প্রারন শিবু লাল সাহ, রতন চন্দ্র দেবনাথ, সনতোষ চন্দ্র, লিটন শাহাদাৎ সোহেল রিপন, অফিস সহকারী উজ্জল মিয়া । এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।