নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের নেতৃত্বে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক-ছাত্র মিলনায়তনে শিক্ষার্থীদের অংশ গ্রহণে দেশাত্মবোধক গান, নজরুল ও রবিন্দ্র সংগিত, ছড়া ও কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান, এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিনের সভাপতিত্বে উপধ্যক্ষ মাও. মিজানুর রহমানের পরিচালনায়,বক্তব্য রাখেন, ইংরাজী প্রভাষক শাহাদাত হোসাইন, আরবী শিক্ষক শাহ এমরান, নুরুজ্জামান ও মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রী’রা উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার হেড মহাদ্দিস মাও.নুরুজ্জামান।
শিরোনাম:
কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিক মাদ্রাসা মহান বিজয় দিবস উদযাপন
Tag :
সর্বাধিক পঠিত