কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই.এম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপন ও ওই বিদ্যালয়ের ২০১০ সালের প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি, সাবেক ব্যাংকার মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহ আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মনোরঞ্জন দাস, সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, রাগদৈল সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ সফিউল্লাহ, বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান জাহাঙ্গীর, ম্যানেজিং কমিটির সদস্য শহীদ উল্লাহ পাটোয়ারী, ডাঃ রনজিত সরকার, সহকারী শিক্ষক মেহেদী হাসান ও প্রাক্তন ছাত্র ওমর ফারুক।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, ২০১০ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম, কাজী ফরহাদ, কাজী হিমেল, নাজমুল হাসান, গোবিন্দ, আক্তার হোসেন, আতিকুর রহমান, সোহাগ, ফখরুল ইসলাম, আরিফ হোসেন, পলাশ, ফারজানা আক্তার, রুবি আক্তারসহ আরো অনেকে। এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।