কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার বিতারা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিতারা গ্রামস্থ মাঠে স্থানীয় বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ১ গোলে বিবাহিতদের পরাজিত করে অবিবাহিত যুবকরা বিজয় লাভ করে। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিতারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ শাহজাহান।
এসময় তিনি বলেন, ফুটবল টুর্নামেন্ট ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অসামাজিক কাজ থেকে দূরে রাখা যায়। প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া প্রেমিদের উদ্বুদ্ধ করতে হবে। স্থানীয় আয়োজক ছাত্রলীগ নেতা মোঃ ইয়াছিন প্রধানের সার্বিক আয়োজনে এসময় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জিল্লু, আব্দুর রহমান মুন্সি, মোস্তফা কামাল, মৎস্যজীবীলীগ নেতা ইকবাল হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ সরকারসহ এলাকার কয়েকশতাধিক ক্রীড়া প্রেমী লোকজন উপস্থিত ছিলেন।