• ঢাকা
  • শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

ওমর ফারুক সাইম, কচুয়া॥
কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পালগীরি উচ্চ বিদ্যালয় ডিসেম্বর) মিলনায়তনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়ালীউল্লাহ (অলি)। এসময় তিনি বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ। তাই আপনারা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, জুয়া, যৌতুক, গুজব, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদসহ সকল প্রকার অপরাধ র্নিমূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। এবং সমাজের সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে ও ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু বকরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মুন্সি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেব, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন শিকদার, গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ দুলাল প্রধান প্রমূখ।
অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, ২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাষ্টার মোঃ আব্দুল হক মিয়া, ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুল ইসলাম, ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রহমান হাজারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য গোলাম গাউস প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির, মনির হোসেন, সহকারী সাব-ইন্সপেক্টর মফিজুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উত্তম কুমার মজুমদার, মীর হেলালউদ্দীন, মোজাম্মেল হক সহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনগন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!