গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ইরাকের প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৫:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ২৭

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। কবে নাগাদ পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি তিনি। চলমান গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন।

শুক্রবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী। আগামী রবিবার এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে সংসদ বসবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণাকে নাচ-গান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করে।

এর আগে এদিন জুমার নামাজকালে দেশটির জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতোল্লাহ আলী আল সিস্তানি গণবিক্ষোভ নিরসনে সংসদ সদস্যদের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনার কথা পুনর্বিবেচনার আহ্বান জানান। এর আগেও তিনি এ আহ্বান জানান। ধর্মীয় নেতার ওই ইচ্ছা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আদেল আব্দুল-মাহদি পদত্যাগের ঘোষণা দেন।

চলতি বছরের ১ অক্টোবর কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ৪ শতাধিক নিহত ও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট: ০৫:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি। কবে নাগাদ পদত্যাগ করবেন তা স্পষ্ট করেননি তিনি। চলমান গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন।

শুক্রবার এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী। আগামী রবিবার এ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি ভিত্তিতে সংসদ বসবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের এ ঘোষণাকে নাচ-গান ও উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করে।

এর আগে এদিন জুমার নামাজকালে দেশটির জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতোল্লাহ আলী আল সিস্তানি গণবিক্ষোভ নিরসনে সংসদ সদস্যদের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা প্রস্তাব আনার কথা পুনর্বিবেচনার আহ্বান জানান। এর আগেও তিনি এ আহ্বান জানান। ধর্মীয় নেতার ওই ইচ্ছা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই আদেল আব্দুল-মাহদি পদত্যাগের ঘোষণা দেন।

চলতি বছরের ১ অক্টোবর কর্মসংস্থানের সুযোগ, দুর্নীতির অবসান ও উন্নত সেবার দাবিতে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ৪ শতাধিক নিহত ও প্রায় ১৫ হাজার মানুষ আহত হয়েছেন।