ইরানে বিক্ষোভের পেছনে বিদেশি শত্রুদের ষড়যন্ত্র:খামেনি

  • আপডেট: ০২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
  • ৪৪

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, রোববার পেট্রোলের দাম বৃদ্ধির ফলে ইরান জুরে বিক্ষোভ ছড়িয়েছে আর এসবের পেছনে ইসলামি রিপাবলিক বিরোধী এবং বিদেশি শত্রুদের ষড়যন্ত্র রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, কিছু লোক নিঃসন্দেহে এ সিদ্ধান্তে চিন্তিত … তবে নাশকতা ও অগ্নিসংযোগ আমাদের লোকজন নয়, গুণ্ডারা করেছে। পাল্টা বিপ্লব, নাশকতা ও নিরাপত্তা লঙ্ঘনকে ইরানের শত্রুরা সবসময় সমর্থন করেছে এবং এখনও অব্যাহত রেখেছে।

খামেনি বলেন, দুর্ভাগ্যক্রমে কিছু সমস্যা দেখা দিয়েছে, বেশ কিছু লোক প্রাণ হারায় এবং কয়েকটি কেন্দ্র ধ্বংস হয়ে যায়।

এর আগে শনিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, সিরজানের দক্ষিণপশ্চিম শহরে একজন নিহত হয়েছে। তবে ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছিল, রাজধানী তেহরানসহ ইরান জুড়ে ১২টিরও বেশি শহরে পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

খামেনি বলেন, পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছিল বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং এটা বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি অন্যান্য পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

বড়কুলে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড মহানাম যজ্ঞ ও ২৪তম বার্ষিক উৎসবের আয়োজন

ইরানে বিক্ষোভের পেছনে বিদেশি শত্রুদের ষড়যন্ত্র:খামেনি

আপডেট: ০২:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জানিয়েছেন, রোববার পেট্রোলের দাম বৃদ্ধির ফলে ইরান জুরে বিক্ষোভ ছড়িয়েছে আর এসবের পেছনে ইসলামি রিপাবলিক বিরোধী এবং বিদেশি শত্রুদের ষড়যন্ত্র রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, কিছু লোক নিঃসন্দেহে এ সিদ্ধান্তে চিন্তিত … তবে নাশকতা ও অগ্নিসংযোগ আমাদের লোকজন নয়, গুণ্ডারা করেছে। পাল্টা বিপ্লব, নাশকতা ও নিরাপত্তা লঙ্ঘনকে ইরানের শত্রুরা সবসময় সমর্থন করেছে এবং এখনও অব্যাহত রেখেছে।

খামেনি বলেন, দুর্ভাগ্যক্রমে কিছু সমস্যা দেখা দিয়েছে, বেশ কিছু লোক প্রাণ হারায় এবং কয়েকটি কেন্দ্র ধ্বংস হয়ে যায়।

এর আগে শনিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, সিরজানের দক্ষিণপশ্চিম শহরে একজন নিহত হয়েছে। তবে ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছিল, রাজধানী তেহরানসহ ইরান জুড়ে ১২টিরও বেশি শহরে পুলিশ ও আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

খামেনি বলেন, পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছিল বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং এটা বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি অন্যান্য পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছেন।