টেলিভিশন সাংবাদিকতা হচ্ছে চ্যালেঞ্জিং পেশা : এমএ কুদ্দুস

  • আপডেট: ০৭:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ৩৭

মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এইচএম ফারুকের সভাপতিত্বে ও সদস্য বোরহান উদ্দিন ডালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রগতির দেশ। টেলিভিশন সাংবাদিকতা হচ্ছে স্বচ্ছ সাংবাদিকতার হাতিয়ার। টিভি সাংবাদিকরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে থাকে। টিভি সাংবাদিকের ঘটনা সচিত্র ভিডিও নিতে হয়। অবাধ তথ্য প্রযুক্তি গণমাধ্যমের বিকাশ ত্বরান্বিত করেছে। সেই সঙ্গে গণমাধ্যমের শাখা প্রশাখার বিস্তার মানুষের জীবনে ঘটিয়েছে অবাধ তথ্য পাওয়ার অধিকার। বর্তমান বিশ্বে গণমাধ্যমের একটা বড় অংশ প্রতিনিধিত্ব করছে সংবাদপত্র। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, গুগল, ইউটিউবের মত প্রযুক্তিগুলো বর্তমানে মানুষের বেডরুম থেকে অফিসের গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসাবে পরিণত হয়েছে। প্রযুক্তির কল্যাণে বিশ্ব এক দিকে যেমন পেয়েছে অবাধ তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম তেমনি এর উপকারিতা ও অপকারিতার প্রভাবও সমাজে ব্যাপক। সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠেছে এখন এ সব গণমাধ্যম।
আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম।
উপস্থিত ছিলেন- ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌরসভার ০৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার’সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক টেলিভিশন ফোরামের সদস্যবৃন্দ।
দোয়া ও মুনাজাতে পরিচালনা করেন- উপজেলা কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন খান।

Tag :
সর্বাধিক পঠিত

দ্রুতই সমাজে অশান্তি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে : ডিসি চাঁদপুর

টেলিভিশন সাংবাদিকতা হচ্ছে চ্যালেঞ্জিং পেশা : এমএ কুদ্দুস

আপডেট: ০৭:৪৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯

মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি এইচএম ফারুকের সভাপতিত্বে ও সদস্য বোরহান উদ্দিন ডালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও সফল নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রগতির দেশ। টেলিভিশন সাংবাদিকতা হচ্ছে স্বচ্ছ সাংবাদিকতার হাতিয়ার। টিভি সাংবাদিকরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে থাকে। টিভি সাংবাদিকের ঘটনা সচিত্র ভিডিও নিতে হয়। অবাধ তথ্য প্রযুক্তি গণমাধ্যমের বিকাশ ত্বরান্বিত করেছে। সেই সঙ্গে গণমাধ্যমের শাখা প্রশাখার বিস্তার মানুষের জীবনে ঘটিয়েছে অবাধ তথ্য পাওয়ার অধিকার। বর্তমান বিশ্বে গণমাধ্যমের একটা বড় অংশ প্রতিনিধিত্ব করছে সংবাদপত্র। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, গুগল, ইউটিউবের মত প্রযুক্তিগুলো বর্তমানে মানুষের বেডরুম থেকে অফিসের গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসাবে পরিণত হয়েছে। প্রযুক্তির কল্যাণে বিশ্ব এক দিকে যেমন পেয়েছে অবাধ তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যম তেমনি এর উপকারিতা ও অপকারিতার প্রভাবও সমাজে ব্যাপক। সমাজ বদলের হাতিয়ার হয়ে উঠেছে এখন এ সব গণমাধ্যম।
আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শুভাশিস ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম।
উপস্থিত ছিলেন- ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌরসভার ০৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর আল-আমিন সরকার’সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক টেলিভিশন ফোরামের সদস্যবৃন্দ।
দোয়া ও মুনাজাতে পরিচালনা করেন- উপজেলা কমপ্লেক্সে জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন খান।