ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে দেয়াল ধসে ১৭ জন নিহত

  • আপডেট: ০১:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • ১২৮

notunerkotha.com

ভারতের পুনে শহরে একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই শ্রমিক। তারা দেয়ালের পাশের খুপড়িতে বসবাস করছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেয়াল ধসে নিহত শ্রমিকদের মধ্যে চার শিশু ও এক নারীও রয়েছেন।

ভারতের পুনেতে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। একদিনে শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসের এই ভারী বৃষ্টিপাত শহরটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

এদিকে দুর্ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আটকে পড়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম-দধি তৈরী, ব্যবসায়ীকে জরিমানা

ভারতে দেয়াল ধসে ১৭ জন নিহত

আপডেট: ০১:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯

notunerkotha.com

ভারতের পুনে শহরে একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই শ্রমিক। তারা দেয়ালের পাশের খুপড়িতে বসবাস করছিলেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেয়াল ধসে নিহত শ্রমিকদের মধ্যে চার শিশু ও এক নারীও রয়েছেন।

ভারতের পুনেতে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। একদিনে শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুন মাসের এই ভারী বৃষ্টিপাত শহরটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

এদিকে দুর্ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আটকে পড়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে।