• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২০
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২০

চাঁদপুর ৬ নম্বর বিপদ সংকেত, প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

বিশেষ প্রতিনিধি:

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় আম্পান ‘বিধ্বংসী’ শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে ২৬৫ কিলোমিটার পর্যন্ত। উপকূলীয় অঞ্চল হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে চাঁদপুর নদী বন্দর এলাকায়ও বিপদ সংকেত ৬ দেখাতে বলা হয়েছে।

সোমাবর (১৮ মে) রাত ১০টায় চাঁদপুর আবহাওয়া অফিস কর্মকর্তা শাহ্ মো. শোয়াইব নতুনেরকথাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্ফান চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

তিনি বলেন, সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী চাঁদপুরের জন্য ৬ নম্বর বিপদ সংকেত। তবে এই তথ্য প্রতিমুহুর্তে আপডেট হচ্ছে। ঘূর্ণিঝড় এবং অমাবস্যার প্রভাবে চাঁদপুরসহ উপকূলীয় জেলায় স্বাভাবিক জোয়ারের চাইতে ৪-৫ফুট অধিক উচ্চতার ঝলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এদিকে চাঁদপুর নদী উপকূলীয় এলাকাসহ ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের মধ্যে চলাচলকারী সকল যাত্রাবাহী লঞ্চ বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। যার ফলে নৌযান নিয়ে তেমন কোন আতংক নেই। তবে মাছ ধরার নৌকা ও অন্যান্য ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!