• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২৭ এপ্রিল, ২০২০

ফরিদগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
করোনা-ফাইল ছবি।

ফরিদগঞ্জ প্রতিনিধি:

চাঁদপুরের ফরিদগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে মরদেহের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা থাকায় করোনা ভাইরাসের সন্দেহভাজন রোগী হিসেবে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

আরো পড়ুন; চাঁদপুর সদর হাসপাতাল থেকে পালানো করোনা রোগী ফরিদগঞ্জ থেকে আটক

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাছান জানান, বৃদ্ধ আবুল বাশার মারা যাওয়ার পর আমাদেরকে অবগত করলে আমাদের মেডিক্যাল টিম গিয়ে আবুল বাশারের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায়। নমুনার রিপোর্ট আসার পর জানা যাবে মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।

উল্লেখ্য, আবুল বাশার গত তিনদিন ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন এবং আজ সোমবার ভোরে তিনি মারা যান। আবুল বাশারের মৃত্যুর পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!