• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২১ এপ্রিল, ২০২০

হাজীগঞ্জের ধড্ডায় আগুনে পুড়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠা ছাই

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ২১ এপ্রিল, মঙ্গলবার:

চাঁদপুরের হাজীগঞ্জের ধড্ডা খালপাড় বাজারে আগুনে পুড়ে ৯টি ব্যবসা প্রতিষ্ঠা ছাই হয়েগেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর নহে পুরো বাজারই পুড়ে ছাই হয়ে যেতো বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

আরো পড়ুন: নিম্ন আয়ের মানুষের জন্য ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন

সোমবার দিবাগত রাত সোয়া একটার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানান ফায়ার সার্ভিস।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু জানান, গভীর রাতে আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসকে ফোন করেছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াকে জানানো হবে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো আমি পরিদর্শন করেছি। ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ও তিনটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি সংবাদকর্মীদের মুঠোফোনে জানিয়েছেন

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!