• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ৫ এপ্রিল, ২০২০

চাঁদপুরে করোনার সর্তকতায় ভ্রাম্যমান আদালতে বাগাদী চৌরাস্তার ব্যবসায়ী কে জরিমানা 

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তায় করোনার সর্তকতায় অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের চৌরাস্তা বাজারসহ বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নানুপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী খোরশেদ রাজাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি। এ সময় চাঁদপুর মডেল থানার এস আই মোঃ মমিনুল ইসলামসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে করোনা সর্তকতায় স্থানীয় জনগন যেন অকারণে বাসাবাড়ি থেকে না বের হয়। সকলে যেন নিজের ও পরিবারের জন্য বাড়িতে থাকে। দোকানপাট বন্ধ রাখে। তাই মাইকিং করা হয়। আর আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

জানা যায়, নানুপুর চৌরাস্তা এলাকার খোরশেদ রাজার দোকানে অকারনে মানুষ বসে আড্ডা দেয়। প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং সর্তক করে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!