• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০

জেলা পরিষদ ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জাকির হোসেন পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি॥
চাঁদপুর জেলা পরিষদ ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মো. জাকির হোসেন পাটওয়ারীর মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৬ ফেব্রুয়ারি বুধবার তিনি ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে নিয়ে মনোনয়পত্র জমাদেন। এ ওয়ার্ডে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকির হোসেন পাটওয়ারী ছাড়াও সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান এ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মো. জাকির হোসেন মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মনির হোসেন, টামটা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক দর্জি, মেহের ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, শাহরাস্তি পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাহারউদ্দিন, কাউন্সিলর মকবুল আহমেদ, নাজির হোসেন পাটওয়ারী, মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, সফিউল্যাহ মিয়াজী, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মো. আদেল, উপজেলা কৃষকলীগের সভাতি জসিমউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুর রহমান মজুমদার, টামটা উত্তরের সাধঅরণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক গাজী মো. আহসান উল্যাহ্, হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী অলিউল্যাহ্, শাহরাস্তি পৌর যুবলীগের আহবায়ক রেজাউল করিম বাবু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা সোহাগ আহমেদ, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মুরাদ হোসেন প্রমূখ।
গত ১৬ ফেব্রুয়ারি জেলা পরিষদের ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলা পরিষদ নির্বাচনে ১২নং ওয়ার্ডে মোট ভোটার ৮৩জন। হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর, টামটা উত্তর ও টামটা দক্ষিণ, মেহের উত্তর ও মেহের দক্ষিণ এবং শাহরাস্তি পৌরসভা এ ওয়ার্ডের অন্তভূক্ত।
গত জেলা পরিষদের নির্বাচনে এ ওয়ার্ডে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করে বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির মজুমদার বিজয়ী হন। গত ২৪ সেপ্টেম্বর/২০১৯ খ্রি রাতে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এ ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।
গত নির্বাচনে মরহুম হুমায়ুন কবির মজুমদার পেয়েছিলেন ২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারী। তিনি পেয়েছিলেন ২১ ভোট।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • হাজীগঞ্জ এর আরও খবর
error: Content is protected !!