• ঢাকা
  • শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২০
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২০

মতলব দক্ষিণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  অবহিতকরণ ও পরিকল্পনা সভা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল ৭ জানুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাওসার আলম হিমেলের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রাজীব কুমার বণিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, সাংবাদিক ফজলে রাব্বী ইয়ামিন প্রমুখ। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক। সভায় আগামী ১১ জানুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় পর্যায় সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গুরুত্ব নির্দেশনা দেওয়া হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব উত্তর এর আরও খবর
error: Content is protected !!