• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯

চাঁদপুর সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

প্রেস বিজ্ঞপ্তি:

আজ ১৪ ডিসেম্বর, ২০১৯ শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর সরকারি কলেজ অডিটরিয়াম এ বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্য থেকে হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ভিভিয়ান ঘোষ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার মারিয়া, দ্বাদশ শ্রেনির মানবিক শাখার রোমানা তিন্নি এবং একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসীন সোবহান বর্ষা বক্তব্য রাখেন। সম্মানিত শিক্ষকবৃন্দ থেকে গণিত বিভাগের প্রভাষক জনাব শুক্কুর আলম মজুমদার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ বেদারুল আলম, শিক্ষক পরিষদ সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের মান্যবর উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। সকল বক্তাগণই দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং  পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে মিলে এদেশীয় যে সকল রাজাকার আলবদর জাতির সূর্য সন্তানদের হত্যা করেছে, জাতিকে করছে মেধা শূন্য তাদের বিচার দাবী করেন। শহীদ বুদ্ধিজীবী হত্যায় জড়িত কোন রাজাকার আলবদর আলশামস্ বিদেশের মাটিতে থাকলেও তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবী জানান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!