• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯

অন্যের উপর নির্ভরশীলতা থেকে বিরত থাকতে হবে : মো. মাজেদুর রহমান খান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর॥ ০১৭১৭-৯৯২০০৯
মানুষের বয়স হলেই তারুণ্য কমে যায়, তা ঠিক নয়। ৮০-৯০ বছর বয়সেও মানুষের তারুণ্য থাকে। তার উজ্জল দৃষ্টান্ত হচ্ছে মাদার তেরেসা। তিনি ওই বয়সেও তরুনদের মত সারা পৃথিবীতে মানবতার সেবায় এগিয়ে এসেছেন। মানবাধিকার নিয়ে এই পৃথিবীতে অনেক কথা রয়েছে। মানবাধিকারের কোথাও কোন কমতি নেই। কিন্তু আমরা তা মানতে পারছি না। নিজের কাজ নিজে না করে আমরা অন্যের উপর নির্ভরশীল হই। অন্যের উপর নির্ভরশীলতা থেকে বিরত থাকতে হবে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মানবাধিকার দিবসের আলোচনা সভায়  জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মানবাধিকার লঙন হচ্ছে বাবা-মা তার সন্তানের প্রতি সচেতন না থাকা। কিন্তু এর বিপরীতে পিতা-মাতার সাথে অশোভন আচরণ করা যাবে না। তারা অনেক সময় অন্যায়মূলক আদেশ দেন। তা না মেনে পিতা-মাতাকে ভদ্রতার সহিত বুঝিয়ে দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশের সংবিধানে মানবাধিকার সম্পর্কে অনেক কথা রয়েছে। কিন্তু তা অনেকেই মানছেন না। প্রথমেই নিজের পরিবারেই মানবাধিকার অনপুস্থিত। মানবাধিকার সম্পর্কে নিজে জানবেন, সমাজের মানুষকেও জানাতে হবে।

ডিসি বলেন, যেসব নারীরা আমাদের সমাজে নির্যাতিত হচ্ছে, তারা কারা। তারাত আমাদেরই মা কিংবা বোন। তাদের প্রতি অন্যায় আচরণ ও নির্যাতনের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা।

জেলা প্রশাসক আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশী করে জাতির জনক বঙ্গবন্ধুর উপর লেখা বই শিক্ষার্থীদের পড়তে হবে। কারণ জেলা প্রশাসকের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা হবে। ওই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই অংশগ্রহন করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলার সভাপতি গাজী রহমত উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মো. গোলাম আজম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, মো. সামিউল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চাঁদপুর জেলার সহ-সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, কো-অর্ডিনেটর কাজী হানিফ, সাংগঠনিক সম্পাদক আক্কাছ খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নুরজাহান কুমকুম, সদস্য নাজমা, সুফিয়া আক্তার, রুমা, অ্যাড. সালাহ উদ্দিন, সাংবাদিক জসিম উদ্দিন, আবু সুফিয়ান, ইসমাইল খান বাদল, হুমায়ুন কবির, আমান উল্যাহ ও জাহিদ হাসান প্রমূখ।

আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলেন- টেকনিক্যাল স্কুল এ- কলেজের নবম শ্রেনীর ছাত্রী কুলসুমা আক্তার মীম, হাসান সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র অনুভব সাহা, একই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র নিহাল।

আলোচনা পূর্বে একটি র‌্যালী সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সামনে এসে শেষ হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!