• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯

চট্রগ্রামের র‌্যাবের সঙ্গে বন্ধুক যুদ্ধে

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চট্রগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা বাইপাস সড়কের বড় কুমিরা সেতু এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি তারা।

পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার এবং নিহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ছোট কুমিরা এলাকায় র‍্যাবের টহল দল ও আন্তজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব-৭ এর টহল দল।

নিহত ৩ ডাকাতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান র্যারবের এই কর্মকর্তা।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!