• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদপুরে সপ্তাহব্যাপী ইলিশ উৎসব শুরু

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

চাঁদপুর, ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার॥
চাঁদপুরে রূপালী ইলিশের ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরা, জাটকা রক্ষা ও মা ইলিশ সংরক্ষনের উদ্দেশ্যে ‘জেগে উঠো মাটির টানে’ এই শ্লোগানে চাঁদপুরে সপ্তাহব্যাপী ১১তম ইলিশ উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের শপথ চত্বর এলাকা ঘুরে একই স্থাণে এসে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন ইলিশ উৎসবের আহবায়ক ও চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাজী শাহাদাৎ, উৎসবের চেয়ারম্যান অ্যাডভোকেট বিণয় ভূষন মজুমদার, চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন।

উৎসব উপলক্ষে বিকেল থেকেই সেরা ও ক্ষুদে গানবাজদের অডিশন পর্ব, ইলিশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, লতিকা নিত্যালয়, স্থানীয় ও আগত জেলার শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উৎসবের ৭ দিনেই বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এসব অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

প্রতিদিন উৎসবের আলোচনা পর্বে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, জেলে নেতা এবং প্রান্তিক জেলেরা অংশ গ্রহন করবেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!