• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৯ আগস্ট, ২০১৯

চাঁদপুর জেলা কাজী সমিতির সেক্রেটারীর মায়ের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা কাজী সমিতির সেক্রেটারী হাফেজ মাওলানা আবু সুফিয়ান এর মাতা ও মরহুম আব্দুর রব দেওয়ানের স্ত্রী সুফিয়া বেগম এর নামাজে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাদ জোহর গ্রামের বাড়ী তরপুরচন্ডী দেওয়ান বাড়ীতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন গাছতলা দরবার শরীফের পীর খাজা ওয়ালি উল্যাহ।

নামাজে জানাজা পূর্বে সকলের উদ্দেশ্যে পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমার ছেলে হাফেজ মাওলানা আবু সুফিয়ান ও আলেমদের পক্ষে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান।

বুধবার (২৮ আগস্ট) দিনগত রাত আনুমানিক ১২.৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

নামাজে জানাজায় অংশগ্রহন করেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভুঁইয়া, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা মো. জোবায়ের, বাগাদী দরবার শরীফের পীরজাদা আশেকুল আরেফিন নাহিদ, চাঁদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির পাটওয়ারী, সহ-সভাপতি মাওলানা হেলাল হোসাইন, মাওলানা ইসমাইল শেখ, মাওলানা মো. ইমরান হোসাইন, সাবেক সেক্রেটারী হাফেজ মাওলানা ছাদেক মো. ফারুক, জয়েন্ট সেক্রেটারী মোশারফ হোসেন মিন্টু, সদর থানা সভাপতি মাওলানা সঈদুর রহমান, সেক্রেটারী কাজী মাওলানা ইসমাল খান, হাইমচর উপজেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা হারিস উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা সেক্রেটারী সালাহ উদ্দিন সোহেল, কচুয়া উপজেলা সহ-সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা মো. সফিউল্যাহ।

ব্যবসায়ীদের মধ্যে অংশগ্রহন করেন রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, মরহুমার বড় ছেলে আব্দুর রাজ্জাক, মেঝ ছেলে দেওয়ান ওমর ফারুক, মরহুমার ছোট ভাই সাংবাদিক মুহাম্মদ মাসুদ আলমসহ আত্মীয় স্বজন ও ধর্মপ্রাণ মুসল্লীগন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!