• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ১৩ জুন, ২০১৯

মেঘনার চরে ভেসে উঠলো সেই নিখোঁজ ছাত্রের লাশ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

মোঃ. শরিফুল ইসলাম:

বুধবার চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর মোহনার অদূরে জেগে উঠা চরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নিখোঁজ হতভাগা কলেজ ছাত্রের মৃতদেহ ভেসে ওঠেছে।
নিখোঁজের একদিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের ছাত্র রাফিদুল ইসলাম রাফির লাশের সন্ধান পাওয়া যায় ঘটনাস্থলের কাছেই।

বন্ধুদের সাথে বেড়াতে এসে কুমিল্লা শিক্ষা বোড মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চাঁদপুর মেঘনা নদীতে নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরীরা অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

রাশেদুল ইসলাম রাফির সহপাঠী রুবায়েদ সাবাব সাংবাদিকদের জানান, বুধবার সকালে তারা ৮ বন্ধু চাঁদপুর বেড়াতে আসে। এ সময়ে তারা মেঘনা নদীর চরে (মিনি কক্সবাজার) যায়।
সবাই মিলে পানিতে নেমে সাতার কাটে। বেলা পৌনে ১টায় জোয়ারের পানি বৃদ্ধি পেলে সাঁতার না জানায় রাশেদুল ইসলাম রাফি পানিতে তলিয়ে যায়।

বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও রাফির সন্ধান পায়নি। খবর পেয়ে চাঁদপুর নৌ দমকল বাহিনীর ডুবরীরা এসে সন্ধান করতে থাকে। রাফি বন কমকতা রফিকুল ইসলামের একমাত্র ছেলে। তাদের বাসা কুমিল্লার টমছম ব্রিজ এলাকায়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • চাঁদপুর সদর এর আরও খবর
error: Content is protected !!