• ঢাকা
  • শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ জুন, ২০১৯

২’শ বছর শাসনকারীরা বিক্রয় করছে বাংলাদেশের পতাকা

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

এবারের বিশ্বকাপ আসরে ওভালে রবিবার নিজেরদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। এদিন টাইগার ভক্তরা নিজ দেশের ব্যানার-ফেস্টুন, মুখে আল্পনা আর বাংলাদেশের জার্সি গায়ে হাজির হন ওভাল স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের সামনে দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের পতাকা বিক্রি করছেন অনেক ব্রিটিশ নাগরিক। শুধু পতাকা নয়, তাদের হাতে ছিল লাল-সবুজের মিশ্রণে বাংলাদেশের নামাঙ্কিত মাফলার। আর মাথায় ছিল বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ। মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়ে যায়। প্রত্যেকে ছবিটি নিজের ফেসবুকে আপলোড করে ব্রিটিশবিরোধী মনোভাব ব্যক্ত করছেন।

আহাম্মেদ বায়েজিদ নামে একজন লিখেছেন, ‘যে ব্রিটিশরা আমাদের পুরো জাতিকে ২০০ শো বছর গোলাম করে রেখেছিলো আজ তারাই আমাদের পতাকা বিক্রি করে খাচ্ছে। সাবাশ বাংলাদেশ। সারা বিশ্বের বিস্ময় তুমি আমা অহংকার।’

ইঞ্জিনিয়ার মো. আকিব আবরার লিখেছেন, ‘এদেশ শাসনকালে ব্রিটিশরা কি জানতো যে ৭০/৮০ বছর পরে তাদের মাটিতেই #বাংলাদেশ নামের একটা গর্বিত দেশের পতাকা বিক্রি করবে কোন বৃটিশ নাগরিক! ব্রিটিশ মাটিতে ইহাই আমাদের অনুপ্রেরণা।’

শাহিদ শেখ লিখেছেন, ‘৭০/৮০ বছর আগে এদেশ শাসন করা বৃটিশরা কি কোনদিন ভেবেছিল, যে একদিন বাংলাদেশ নামক গর্বিত এক রাষ্ট্রের পতাকা ফুটপাথে দাঁড়িয়ে বিক্রি করতে হবে?’

অনিরুদ্ধ চক্রবর্তী লিখেছেন, ‘একটা সময় ছিল, যখন ওরা জোর করে আমাদের নীলচাষ করিয়েছে। সময় বদলেছে। এখন আমাদের পতাকা বিক্রি হচ্ছে ওদের হাতে। বিষয়টি অহংকারের নয়, গর্বের। আর দেখুন, সাহেবদের কি চমৎকার মানসিকতা। সবাই এখন এভারেস্টে পতাকা ওড়ানো নিয়ে ব্যস্ত! কজন আছেন এভাবে বুক চিতিয়ে দিতে?’

মোহাম্মাদ বাবুল ইসলাম লিখেছেন, ‘যে ব্রিটিশরা দুইশত বছর আমাদের দেশ শাসন করেছেন। মজার বিষয় হলো; সেই ব্রিটিশরা আজ আমাদের জাতীয় পতাকা বিক্রি করছেন।’

প্রসঙ্গত, এদিন দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের বড় লক্ষ্যই দিয়েছিল টাইগাররা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ৩০৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনদের দারুণ বোলিংয়ে ২১ রানের জয় দিয়েই ইংল্যান্ড বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!